স্টাফ রিপোর্টার:
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যতিক্রমী কর্মসূচি পালন করছে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের হিউম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন। উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসায় তাঁরা মাদক বিরোধী লিফলেট বিতরণ করছেন। রাস্তার পাশে ও বিভিন্ন বাজারে লাগিয়েছেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিলবোর্ড। এসব বিলবোর্ডে শোভা পাচ্ছে নানা ধরণের সতর্কীকরণ স্লোগান ও পরামর্শ।
জানা যায়, কামালপুর ইউনিয়নের শতাধিক যুবকদের সমন্বয়ে গঠিত হিউম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবত সমাজিক কর্মকান্ডে সক্রিয় রয়েছে। শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদের কাপড় বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে তাঁরা। এবার ইউনিয়নজুড়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণার কর্মসূচি হাতে নিয়েছে তাঁরা। এ লক্ষে বুধবার কামালপুর ইউনিয়নের ‘মাইজ বাড়ন্তী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়, আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়, বাড়ন্তী দাখিল মাদরাসা, রাধানগর জামেয়া ইমদাদিয়া মাদরাসা, খালিশপুর আলিম মাদরাসায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করে তাঁরা। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কূফল সম্বলিত বিলবোর্ড স্থাপন করেন তাঁরা।
সংগঠনের সদস্য মুজিবুর রহমান জানান, অসহায় মানুষদের সহযোগিতার পাশাপাশি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে বাঁচাতে আমরা এই কর্মসূচি নিয়েছি। এরকম কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
মৌলভীবাজারে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা
