শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতী সাংবাদিকদের অংশগ্রহনে ভাব বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার সন্ধায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও লালন ভুবনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান মালায় ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর প্রেসক্লাব ও ধর্মনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দকে নিয়ে এই ভাব বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গল লালন ভুবনের শিল্পিরা।
অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও লালন ভুবনের পক্ষ থেকে ভারতীয় সাংবাদিকদের হাতে সম্মাননা তুলেদেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিনেন্দু ভৌমিক, শিক্ষক জহর তরফদার, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, একাত্তর টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাদ, সমকাল প্রতিনিধি শামীম আক্তার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মাইটিভির প্রতিনিধি সঞ্জয় কুমার দে ও সাংস্কৃতিককর্মী ফাহিম রিমন।
Post Views:
0