রাজনগর প্রতিনিধি:
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলায় নৌকা প্রতীকে নির্বাচন করতে চান মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান নজমুল হক সেলিম। জাতীয় নির্বাচনের আমেজ শেষ না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। ফেব্রুয়ারি মাসের শুরুতে তফশিল আর মার্চ মাসে দলীয় প্রতীকে প্রথম বারের মতো সারা দেশে ধাপে ধাপে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হওয়ায় স্ব স্ব দল থেকে প্রতীক ও দলীয় মনোনয়ন লাভের জন্য জোর তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রাজনগর উপজেলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম। তিনি টানা দুইবার কামারচাক ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন। বিগত ইউনিয়ন নির্বাচনে তিনি বিএনপি ও অন্যান্য প্রার্থীদের পরাজিত করে কামারচাক ইউনিয়নে চমক দেখিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী নেছার আহমদকে বিজয়ী করতে দিন-রাত নিজ ইউনিয়ন সহ উপজেলায় কাজ করেন নজমুল হক সেলিম। তার জনপ্রিয়তা রয়েছে অনেক। সেই জনপ্রিয়তার সুযোগ এখন কাজে লাগাতে চাচ্ছেন সেলিম। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষামূলকসহ অনেক সেবামূলক কাজে জড়িত রয়েছেন তিনি। ইউপি চেয়ারম্যান থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার পাশাপাশি কামারচাক ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন করেছেন। বদলে দিয়েছেন কামারচাক ইউনিয়নের চেহারা।
নজমুল হক সেলিম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থী হতে চাই। আওয়ামীলীগের মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করি। আমি আমার ইউনিয়নে অনেক উন্নয়ন কাজ করেছি। সর্বক্ষেত্রে উন্নয়নের কারণে জনগন আমাকে দুই বার বিপুল ভোটে বিজয়ী করেছে। আগামীতে যদি আমি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে উন্নয়নের সুফল যাতে সবাই ভোগ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল ঘরে ঘরে পৌঁছে দেব। তিনি বলেন, শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ নানা ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেসব অগ্রণী ভূমিকা নিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখা দরকার। তিনি আরো বলেন, জনসাধারণের জন্য জনপ্রতিনিধি হওয়া উচিত।
Post Views:
0