কমলগঞ্জ প্রতিনিধি:
‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে এবার মৌলভীবাজারের কমলগঞ্জেও আবেদনের ৫ মিনিটেই মিলছে বিদ্যুৎ সংযোগ। কমলগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে ‘আলোর ফেরিওয়ালা ‘নামের একটি কার্যক্রম চালু করে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিচ্ছে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস। দেশের বিভিন্ন অঞ্চলের মতো কমলগঞ্জ উপজেলায় থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া মাত্র দেড় দিনে এ পর্যন্ত ৩৭টি সংযোগ দিয়েছে তারা। পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডি.জি.এম মোবারক হোসেন সরকার বলেন- কমলগঞ্জে শতভাগ বিদ্যুায়নের লক্ষ্যে ভ্যানযোগে সংযোগ প্রদানের সকল সরঞ্জামাদি নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। ভ্যাট সহ মাত্র ৫৬৫ টাকা দিয়ে আবেদনের ৫ মিনিটেই মিলছে বিদ্যুৎ সংযোগ।