লন্ডন প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি থেকে নির্বাচিত এমপি সাবেক হুইপ মোহাম্মদ শাহাব উদ্দিনকে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সহ সিলেট বিভাগ থেকে পাঁচ জনকে মন্ত্রী নিয়োগ দেওয়ায় এবং মন্ত্রী পরিষদ গঠন করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্মিংহামে এক আনন্দ সভার আয়োজন করা হয়। এসময় সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র মিডল্যান্ডস শাখার উদ্যোগে ১৫ জানুয়ারি বার্মিংহামের মিঠাই ঘরে এই আনন্দ সভার আয়োজন করা হয়।
জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের মিডল্যান্ডস শাখার সভাপতি মোস্তফা কামাল বাবলুর সভাপতিত্বে অনুষ্টিত আনন্দ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমিউনিটি সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা আজির উদ্দিন, মিডল্যান্ডস আওয়ামীলীগের সভাপতি হিফজুর রহমান খান, বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ও টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, ইউকের বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, কমিউনিটি নেতা আশিক মিয়া, হাবিবুর রহমান রানা, মাজহারুল ইসলাম নাজিম, মতিন মিয়া,আবুল কালাম আজাদ, মৌলানা আব্দুর রশীদ, আব্দুর রউফ তালুকদার, আলহাজ আসাদ মিয়া প্রমূখ।
Post Views:
0