ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকালে গবিন্দবাটি বাজারে সম্পন্ন হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় ময়ূনু খানকে সভাপতি ও কাউন্সিলারদের ভোটে আব্দুল কাদির ফৌজিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল কাদির ফৌজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক আতিক, উপজেলা আওয়ামলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই ও ইউপি চেয়ারম্যান মিলন বখত প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগরে সভাপতি নাহিদ আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বদরুল। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ সভাপতি ময়ূনু খান, সাধারণ সম্পাদক ফৌজি।
রাজনগরে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্মন্ন
