ষ্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মৌলভীবাজার জেলা বিএনপির কর্মীসভা শনিবার বিকেলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানে বাড়ী অনুষ্টিত হয়।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান কর্মী সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম খালেদা রব্বানী, জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, মহিলা নেত্রী রেজিনা নাসের, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশারফ, এডভোকেট আনোয়ার আক্তার শিউলি, এডভোকেট মামুনুর রশিদ, শামীম আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাউর রহমান, মতিন বক্স, চেয়ারম্যান আব্দুল হক শেফুল, উপজেলা বিএনপির সভাপতি হেলু মিয়া, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলে সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারন সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউন্সিলর স্বাগত কিশোর দাস, সাধারন সম্পাদক জিএম মোক্তাদির রাজু, সাবেক চেয়ারম্যান মাহমুদ মিয়া,জেলা তাঁতীদলের আহ্ববায়ক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ ও সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
সভাপতি বক্তব্য তিনি বলেন আপনারা যারা নির্বাচনের সময় নির্যাতিত হয়েছেন আমি ওই সকল এলাকায় গিয়ে খুঁজ নেয়ার ইচ্ছে ছিলো কিন্তু কেন্দ্রীয় প্রোগ্রাম থাকায় যেতে পারিনি। আমরা সবাই ধর্য্য দরে এক সাথে এই সব মোকাবিলা করতে হবে। তিনি সকল নেতা কর্মী খোঁজ খবর নেন এবং বলেন আরো ব্যাপক আকারে কর্মী সভা করে পরবর্তী করনীয় ঠিক করা হবে।
মৌলভীবাজারে বিএনপির কর্মীসভা
