নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের সাংবাদিক জুবেল আহমদের বাড়িতে রাতের আঁধারে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। গত ৬ জানুয়ারী শনিবার রাতে বিবিয়ানা পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক জুবেল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ আগ্নিকান্ডে তাদের বসত ঘরের সমস্থ আসবাবপত্র, জমির দলিল পত্রসহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ২০/২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মারাজ (৪২) বলেন, ‘বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রতিবেশী আব্দুল সহিদের বাড়িতে আগুন দেখতে পাই। আগুন দেখে দৌঁড়ে এসে দেখি দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছে। স্থানীয়রা ঘন্টা ব্যাপি চেষ্টা করার ফলে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এ সময় সাংবাদিক জুবেল আহমদের পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। তারা সন্ত্রাসীদের ভয়ে আগ থেকেই বাড়ি ছাড়া ছিলেন।
এলাকাবাসী জানান, গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল নবীগঞ্জ উপজেলার আওয়ামী অধ্যুষিত এলাকা। নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। নির্বাচনের পর থেকে তারা বিএনপি ও জামায়াতের একাধিক নেতাকর্মীদের লাঞ্চিত ও মারধর করেন। সহিংসতার এক পর্যায়ে বেপরোয়া আওয়ামীলীগের নেতাকর্মীরা পূর্বশত্রুতার জেরে ৬ জানুয়ারী প্রবাসী সাংবাদিক জুবেল আহমদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এবিষয়ে জানতে সাংবাদিক জুবেল আহমদ এর এক আত্মীয়ের সাতে যোগাযোগ করলে তিনি বলেন, গত কয়েক বছর ধরে আওয়ামী নেতা কর্মীদের বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলার দুর্নীতি সংক্রান্ত কিছু সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে প্রয়াত সাংবাদিক জুনাইদ আহমেদ জুনেদ ও সাংবাদিক জুবেল আহমদের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। তারা বেশ কিছু দিন যাবৎ পরিবারের ক্ষতি সাধনের হুমকিও দিয়ে আসছে। এ ঘটনাটি তারা ঘটিয়ে থাকতে পারে বলে আমার ধারনা। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
ঘটনার ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Post Views:
0