স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার দিয়ে দিনটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকালে পৌরসভার হলরুমে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
