কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জ-শ্রীমঙ্গল এর ব্যস্ততম সড়কের ২৬ তম কিলোমিটার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অধীনে ধলাই নদীর উপর প্রায় ১৪ বছর আগে নির্মিত সেঁতুটি হঠাৎ করে পূর্ব অংশের সাইড স্লিপার ভেঙ্গে পড়েছে। এই পথ দিয়ে এখন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকাল থেকেই ঝুঁকি নিয়েই যান চলাচল করছে। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে লাল নিশানা টানিয়ে বিপদজনক হিসেবে চিহিুত করলেও এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এদিকে কয়েক বছরের মধ্যে ব্রীজটি এভাবে ভেঙ্গে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য ২০০৫ সালের ডিসেম্বর মাসে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ধলাই নদীর উপর নির্মিত সেঁতুটির উদ্বোধন করা হয়েছিল।
Post Views:
0