কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। রোববার সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
কমলগঞ্জ উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুর নাহার পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, এম, মোসাদ্দেক আহমেদ মানিক ও অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিীন।
বক্তব্য রাখেন মৌসুমী পাল চৌধুরী, রনেন্দ্র কুমার দেব, শ্যামল চন্দ্র দাস প্রমুুখ। অনুষ্টান শেষে অতিথিরা হ্যান্ডবল টিমের সাথে পরিচিতি হয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। ১০টি ইভেন্টে ২০টি স্কুল অংশ গ্রহন করছে।
কমলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত
