ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে-২ কুলাউড়া আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের হেভিওয়ট প্রার্থী, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বিজয়ী হয়েছেন। ওই আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী সুলতানের প্রতিদ্বন্ধিতায় ছিলেন আরেক হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক নেতা ও সাবেক এমপি এম এম শাহীন।
দু’জনই দল পরিবর্তন করে নির্বাচনে আসেন। তাই কে হচ্ছেন কুলাউড়া বাসীর কান্ডারী এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের অন্ত ছিলনা। আইনশৃঙ্খলা বাহিনির গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানি সব কিছুর অবসান ঘটিয়ে সুলতান মনসুরই কুলাউড়ার অভিভাবকত্ব পেলেন।
বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, এ আসনে ভোটারদের কাছে প্রতীক নয়, ব্যক্তির ইমেজই মূখ্য বিষয় ছিল। এদিকে কুলাউড়া বাসি দীর্ঘ দিন পরে সুলতান মনসুরকে বিজয়ী হিসেবে দেখে আনন্দি। ফলাফল জানার সাথে সাথেই উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
তার বিগত আমলে এলাকার উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা চলমান রাখার স্বার্থেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক দিয়ে নয় সুলতান মনসুরের পক্ষেই গণরায় দিয়েছেন কুলাউড়াবাসী।
চমক দেখালেন সুলতান
