ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের ৪টি আসনের মধ্যে মহাজোট মনোনীত নৌকার ৩ ও ঐক্যফ্রন্ট মনোনিত ধানের শীষের ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। বেসরকারী ভাবে এ ফলাফল পাওয়া যায়।
জানা যায়, জেলার মৌলভীবাজার-১ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি শাহাব উদ্দিন ১৪৩৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু পেয়েছেন ৬৫৮১৪ ভোট।
মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ ৭৯৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মহাজোটের এম এম শাহীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭১৪৭ ভোট।
মৌলভীবাজার-৩ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আ’লীগের সভাপতি নেছার আহমদ ১৮৪৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী নাসের রহমান পেয়েছেন ১০৪৫৯৫ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি আব্দুশ শহিদ ২১১৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৩২৯৪ ভোট।
Post Views:
0