ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের রাজনগর উপজেলার পোর্টিয়াস কেন্দ্র থেকে ধানের শীষ প্রার্থী এম নাসের রহমানের এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও উপজেলার দুলজুরা, কামারচাক ও কদমহাটা ভোট কেন্দ্রে নৌকা ও ধানের শীষ সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নাসের রহমানের প্রধান নির্বাচনী কন্ট্রোল রুম থেকে জানা যায়, নৌকার কর্মীরা সকাল ৯টায় ধানের শীষের এজেন্টদের পোর্টিয়াস ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এনিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা-দাওয়ার ঘটনা ঘটে। এতে ধানের শীষের একজন কর্মী আহত হন। পরে সেনাবাহিনী ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এছাড়াও স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলার কাগাবলা, আমতৈল ও শাহবন্দর এবং রাজনগর উপজেলার রক্তা, নোয়াগাঁও ও দুলিজুরা সেন্টারে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
Post Views:
0