ষ্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসন রয়েছে।৪টি আসনে মোট ৫১২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে রয়েছে ১৬৮টি ভোট কেন্দ্রের এর মধ্যে ৪৫টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী এম নাসের রহমান। অভিযোগে তিনি মৌলভীবাজার পৌরসভার ১৩টি কেন্দ্রকেই অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ বলে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলার ১০৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮টি এবং রাজনগর উপজেলার ৬৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, মৌলভীবাজার পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের সবটিই ঝুঁকির মধ্যে রয়েছে। ওই কেন্দ্র গুলো বহিরাগতদের দ্বারা আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজারে ৪টি আসনে ঝুঁকিপূর্ণ ২৫৯টি ভোট কেন্দ্র
