স্টাফ রিপোর্টার:
গায়েবী মামলায় ঢালাও ভাবে গণগ্রেফতার, সভা সমাবেশে হামলা, ভাঙচুর ও ধানের শীষ কর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মৌলভীবাজার-২ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নৌকার কিছু উগ্র সমর্থক ও অতি উৎসাহী কতিপয় পুলিশ সদস্যদের হামলা মামলায় ঘরছাড়া ধানের শীষের কর্মীরা। এদের এমন একপেশে আচরনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংদীয় আসনে নারকীয় তান্ডব চলছে। ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে নৌকার কর্মী সমর্থকদের এমন উগ্র সন্ত্রাসী কর্মকান্ডে এই নির্বাচনী এলাকায় এখন চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। ভোটের দিনকে সামনে রেখে পুরাতন মামলার পাশাপাশি একাধিক নতুন মামলায় চলছে গণগ্রেফতার। পরিকল্পিত হামলা করে অফিস ও যানবাহন ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে উল্টো ধানের শীষ কর্মীদের উপর মামলা দেয়া হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এমন জানা অজানা মামলায় নাজেহাল মৌলভীবাজার-২ কুলাউড়ার বিএনপি, ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।
তিনি আরোও বলেন, সরকারীদল ও মহাজোটের নেতাকর্মীরা ঢালাও ভাবে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে প্রচার প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। বরং পুলিশ তাদের নানা ভাবে সহযোগিতা করছে। এ সকল বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করে কোন সু-ফল এখনও পাইনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজলসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। এদিকে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় কুলাউড়া উপজেলা বিএনপি নেতা বদরুজ্জামান সজলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
Post Views:
0