স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার আটঘর উচ্চ বিদ্যালযে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জরিফ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
আটঘর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
