স্টাফ রিপোর্টার:
ভাষাসৈনিক কৃষিবিদ শেখ বদরুজ্জামান ও প্রয়াত শাহ নূরুন নাহারের স্মৃতিতে প্রতিষ্ঠিত ” জামান নাহার কল্যাণ পর্ষদের মানবতার দেয়ালের উদ্বোধন।
২৫ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে মৌলভীবাজারের সদর উপজেলার মিরপুর গ্রামে ফিতা কেটে উদ্বোধন করা হয় মানবতার দেয়ালের। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, এডভোকেট আবু তাহের, এডভোকেট আব্দুল আলিম, গোলাম কিবরিয়া, মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামান নাহার কল্যাণ পর্ষদ এর সভাপতি হাজী নোমান আহমদ, সহ-সভাপতি জুবায়ের আহমদ, নির্বাহী সভাপতি প্রকৌশলী সালেহ আহমদ, সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার, সাগঠনিক সম্পাদক শেখ জুনেদ জামান, সদস্য তারেক আহমদ, মিজানুর রহমান।
দেয়ালের হ্যাংগারে ঝুলানো প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়-সহ বিভিন্ন প্রকারে ও আকারের কাপড়। দেয়ালে লেখা- ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়া যান’। কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত দু’একটি কাপড় এখানে রেখে যান। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি কাপড় নিয়ে যান। এমন অভিনব উদ্যোগের নাম ‘মানবতার দেয়াল’।