কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আওয়ামীলীগ মনোনীত মহাজোটের প্রার্থী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেছেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমাদের দায়িত্ব। এজন্য আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোটকে আবারো বিজয়ী করতে হবে। নৌকা হচ্ছে মানুষের বিপদের বন্ধু, নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছিলো। নৌকায় ভোট দেয়ার কারণে দেশে উন্নয়ন হয়েছে। আগে বিদেশে গেলে ভিক্ষা চাওয়ার দেশ হিসেবে আমাদের চিনতো, এখন তারাই বলে বাংলাদেশ মানেই উন্নয়ন। এখন প্রতিটি ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাচ্ছে। আওয়ামীলীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে। বিএনপি-জামায়াত উন্নয়নে বিশ্বাস করেনা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান মান্ডব ঘরে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফুলবাড়ী চা বাগান পঞ্চায়েত সভাপতি ফজলু মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন অঅওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ,আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে এবং দেশকে এগিয়ে নিতে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
নৌকা ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে
