কমলগঞ্জ প্রতিনিধি:
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ আসন (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)-এর কমলগঞ্জে ব্যবসায়ী নেতা ও বিএনপির সদস্য পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২২ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার থেকে পৌর বণিক কল্যাণ সমিতি সহ-সভাপতি আমুন-অর-রশীদ(৪৫) শমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে ইউনিয়ন বিএনপির সদস্য লেবু মিয়া (৫০)-কে পুলিশ গ্রেফতার করেছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান শনিবার রাতে ভানুগাছ ও শমশেরনগর থেকে এক ব্যবসায়ী নেতা ও বিএনপির এক সদস্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে কোন মামলায় তাদের গ্রেফতার হয়েছেন কিনা এ সম্পর্কে কোন কথা বলেননি।