কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৌলভীবাজার-৪ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আব্দুস শহীদের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এ এস এম আজাদুর রহমান, অধ্যক্ষ নুরুল ইসলাম, বিলকিছ বেগম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের এ যাবৎ যা উন্নয়ন হয়েছে তা একমাত্র গত টনা ১০ বছরের আওয়ামীলীগ সরকার আমলে। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে একটি সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনায় আওয়ামী সরকার কাজ করছে। তাই আবারও আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ধারা অভ্যাহত রাখতে হবে।