কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
রোববার বেলা আড়াইটায় মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদারের সভাপতিত্বে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনিার নেতৃত্বে আওয়ামীলীগের সরকার গঠনে ভোটারদের আহ্বান জানান মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী এম এ শহীদ।
তিনি আরোও বলেন, বিগত টানা দশ বছরে আওয়ামীলীগের সরকার দেশেল সার্বিক উন্নয়ন সাধন করেছে। আবারও ক্ষমতায় আসলে চলমান উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। এ পথ সভায় আরও উপস্থিত ছিলেন মোসাদ্দেক আহমদ, অধ্যক্ষ নুরুল ইসলাম, বিলিকিছ বেগম ও ইফতেখার আহমদ প্রমুখ।
Post Views:
0