কমলগঞ্জপ্রতিনিধি:
মৌলভীবাজার-৪ আসন (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)-এ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ইসলামী শাসন আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন। জন জীবনে সুখ-শান্তি আনতে ইসলামী শাসনের বিকল্প নেই দাবি করে তিনি প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মাত্র ৩/৪ জন সমর্থক ও হাত পাখা নিয়ে প্রচারপত্র বিলি করছেন। কমলগঞ্জে সুশাসনের জন্য নাগরিক ( সুজন) আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠান থেকে শুরু করে এখন পর্যন্ত একটি কথাই তিনি বলছেন জনগণের মাঝে সুখ শান্তি ফিরিয়ে আনতে ও সকল অনাচার দূর করতে হলে ইসলামী শাসনের কোন বিকল্প নেই। সংসদ নির্বাাচনের প্রচারপত্র বিলিকালেও সংসদ সদস্য প্রার্থ মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন এ কথাগুলি বলছেন।
Post Views:
0