ষ্টাফ রিপোর্টারঃ
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে শহরের অভিজাত রেষ্টুরেন্টে জেলার বিজ্ঞ আইনজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাবের জেলা শাখার সহ-সভাপতি ডাঃ শফিক উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, ডাঃ ধীনেশ সূত্র ধর, ডাঃ সুনিয়া সিংহা, ডাঃ জয়িতা শাহ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাস গুপ্ত, এডভোকেট মোস্তাক আহমদ ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।
বক্তারা মতবিনিময় সভায় যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যক্ষ্মা নিরোধে আইনজীবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
Post Views:
0