ষ্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভুকশিমইল স্কুল এন্ড কলেজে প্রতি বছরের ন্যায় এবারও দশম, অষ্টম ও পঞ্চম শ্রেণীর ৩ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এসময় হল পরিদর্শন করেন ভুকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, সংগঠনের সভাপতি এম. এস আলী, সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুহেল আহমদ মান্না প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলাম উদ্দিন রিপন, আব্দুল খালিক জায়েদ, নাইমুল ইসলাম, রোজিনা আক্তার, সুমাইয়া আক্তার ও আহবাব মাহিন প্রমুখ।
হাকালুকি যুব সাহিত্য পরিষদের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
