স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) বিকেলে পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, মহিলা কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল হোসেন।
অনুষ্ঠানে ১৫০জন মুক্তিযোদ্ধাকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।