কুলাউড়া প্রতিনিধি:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রোববার সকালে কুলাউড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সাবেক এমপি সুলতান মনসুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। এসময় কুলাউড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন। সাবেক এ সংসদ সদস্য বলেন- আজ স্মরণ করছি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদসহ অস্থায়ী সরকারের সকল সদস্য, জেনারেল আতাউল গণি ওসমানী ও বঙ্গবন্ধুর পক্ষে যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের সুলতান মনসুর বলেন-‘বিজয় অর্জিত হলেও, বিজয়ের যে মূল লক্ষ্য তা এখনও অর্জিত হয়নি। মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরী পাচ্ছে না। অনেক মুক্তিযোদ্ধা মানবেতর জীবন যাপন করছে। বিজয় দিবসের যে মূল চেতনা জনগনের শাসন, জনগনের ক্ষমতা তা আজ ভূলণ্ঠিত। এগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। ধানের শীষে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শপথ গ্রহণ করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে জনগনের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনা আমরাই বাস্তবায়ন করবো।
বঙ্গবন্ধুর সাথে জিয়াউর রহমানকে স্মরণ করলেন সুলতান
