কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর রোববার মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, প্রেসক্লাব, কুলাউড়া সরকারি কলেজ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্টান পৃথক পৃৃথক ভাবে কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল- সুর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, এনসি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, খেলাধূলা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ, সহকারী কমিশনার (ভূমি) সাদি-উর রহিম জাদিদ, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মানিক, শিরিন আক্তার চৌধুরী মুন্নি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে¬তে অংশ গ্রহণ করে।
এছাড়া বেলা ১১টায় কুলাউড়া ডাকবাংলো মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূঁইয়া এর পরিচালনায় অনুষ্টিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা এবং সম্মানী ভাতা প্রদান করা হয়।
Post Views:
0