কুলাউড়া প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মহাজোটের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এমএম শাহীনের সমর্থনে সফি আহমদ সলমানের নেতৃত্বে গণসংযোগ চলছে। কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সুগ্ম সাধারণ সম্পাদক একেএম সফি আহমদ সলমান শত শত নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে গণসংযোগ করছেন। এসময় তিনি গ্রামীণ হাট-বাজারে গিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখছেন। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে প্রচারপত্রও বিলি করছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে বাজারে পথসভা করা হচ্ছে। শত শত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভাগুলো জনসভায় পরিনত হচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে হাটে-ঘাটে-মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সফি আহমদ সলমান ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখছেন। গণসংযোগ ও পথসভায় স্ব স্ব ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, সেন্টার কমিটির দায়িত্বশীলসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সফি আহমদ সলমান বলেন, আমাদের একটাই লক্ষ্য নৌকাকে বিজয়ী করা। নৌকা বিজয়ের মাধ্যমে দেশে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখা এটাই এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ। তিনি আরও বলেন, আমিও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দলের নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন আমি ও আমার অনুসারীরা তার পক্ষে থেকে দিন-রাত কাজ করে যাচ্ছি। ইনশাহ আল্লাহ আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিয়েই ঘরে ফিরবো।
নৌকার সমর্থনে সফি আহমদ সলমানের গণসংযোগ
