কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন করা হয়। রাত ১২ টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রষ্পার্পণ করে দিবসের কর্মসূচী শুরু করেন। সকাল ৯টায় কমলগঞ্জ মডেল বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। এর পর মুক্তিযোদ্ধা ও জনপ্রিতিনিধিদের নিয়ে নির্বাহী কর্মকর্তা একে একে শমশেরনগর বধ্যভূমি, কামুদপুর মুক্তিযোদ্ধিাদের কবর, ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পার্পণ করেন। সকাল ১০টায় কমলগঞ্জ মডেল বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর পর বিভিন্ন খেলাধূলা শেষে দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্টিত হয়। আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও মোশাহিদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। এছাড়াও শমশেরনগর, পতনউষার, আদমপুর ইউনিয়নে বিভিন্ন সংগঠনের ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় বিদস উদযাপন
