স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েকদিন আগে থেকেই শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ধূয়ে মুছে সাফ করা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শহীদ শ্রদ্ধা জানানো হবে।
মহান বিজয় দিবসকে সামনে রেখে সরকারি-বেসরকারি ও আধাসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানগুলোতে আলোক প্রজল্লিত করা হয়েছে। সব মিলিয়ে বিজয় দিবসকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজারের সর্বস্তরের জনতা।
বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার পৌরসভা, জেলা আওয়ামীলীগ ও জেলা বিএনপি সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবে।