স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের প্রার্থী নেছার আহমদের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগ দিলেন রাজনগর সদর ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক। সদর ইউনিয়নের দক্ষিন ঘরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে তিনি আওয়ামীলীগে যোগ দেন। এ সময় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শাহিন আহমদও আওয়ামীলীগে যোগদেন।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন দেওয়ান খয়রুল মজিদ ছালেক। বিগত ইউনিয়ন নির্বাচনে তিনি বিএনপি ও আওামীলীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রাজনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মওলা লুকুর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগেন মনোনিত প্রার্থী নেছার আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মিছবাহুদ্দোজা ভেলাই, জামেয়া হেমায়াতুল ইসলামের প্রিন্সিপাল আলহাজ¦ কারী শাছুল হক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংঘটনের নেতারা।
আ’লীগে যোগ দিলেন রাজনগর সদর ইউপি চেয়ারম্যান




















