স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নেছার আহমদের সমর্থনে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিলন বখত, সৈয়দা সানজিদা শারমিন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম খান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া ও লুৎফুর রহমান লেবু প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সদস্যবৃন্দ ও উপজেলের সকল ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
নৌকার সমর্থনে রাজনগরে যুবলীগের বর্ধিত সভা
