কমলগঞ্জ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)-এ গণ-ফোরামের প্রার্থী এডভোকেট শান্তিপদ ঘোষ সূর্য প্রতীকে নির্বাচন করছেন। রোববার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও মৌলভীবাজার-৪ আসনে ঐক্যফ্রন্টের শরীক গণ-ফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ মনোনয়ন প্রত্যাহার না করায় এ আসনে বিএনপি থেকে ১জন ও গণ ফোরামের আরও ১জন প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
সোমবার (১০ ডিসেম্বর) সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ শুরু হলে মৌলভীবাজার-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে আর গণ-ফোরামের প্রার্থী এডভোকেট শান্তিপদ ঘোষ সূর্য প্রতীক পেয়েছেন। বিএনপির প্রার্থী হাজী মুজিব বলেন, বিএনপির সাথে গণ ফোরাম ঐক্যফ্রন্টের হলে এ আসনে বিএনপি থেকে তিনি মনোনীত হয়েছেন। সেখানে এডভোকেট শান্তিপদ ঘোষের প্রার্থীতা স্বাভাবিকভাবে প্রত্যাহার হওয়ার কথা ছিল। তারও পর তিনি প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচন করছেন তাতে কোন সমস্যা নেই। সবাই সম্প্রীতির মাধ্যমে মিলেমিশে নিজ নিজ প্রতীকের প্রচারনা চালাবেন। জন রায়ে যিনি এগিয়ে থাকবেন তিনিই নির্বাচিত হবেন।
সোমবার বিকাল সোয়া ৪টায় মুঠোফোনে মৌলভীবাজার-৪ আসনের গণফোরাম প্রার্থী এডভোকেট শান্তিপদ ঘোষ বলেন, প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে গণ ফোরামের কেন্দ্রীয় কোন সিদ্ধান্ত পাননি। তাই প্রার্থীতা প্রত্যাহার করেননি। তিনি নিজেকে সর্ব সাধারণের প্রার্থী ভেবেই নির্বাচন করবেন।
সূর্য প্রতীকে নির্বাচন করবেন এডভোকেট শন্তিপদ ঘোষ
