স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের ৪টি আসনে ২৪ জন বৈধ প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রোববার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ থেকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, মৌলভীবাজার-৩ আসন থেকে নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের ও মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপি’র প্রার্থী হাজী মুজিবের ছেলে আশিক মুঈদ চৌধুরী চিশতী। মৌলভীবাজারের ৪টি আসন মিলে এখন চুড়ান্ত প্রার্থী হলেন ১৯ জন।
মৌলভীবাজারে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
