ষ্টাফ রিপোর্টারঃ
পথশিশুদের নিয়ে এনলাইট ইয়ুথ ফাউন্ডেশন এর বার্ষিক বনভোজন শনিবার দিনব্যাপি সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার হানাদার বাহিনী মুক্ত দিবস উপলক্ষে শহরের মনু ব্যারেজ পার্কে বনভোজনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আয়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহফুজ আলম নয়ন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সম্মিলিত সানাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী, শেখ বুরহান উদ্দিন (রহ.)ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম .মুহিবুর রহমান মুহিব, মিজানুর রহমান রাসেল ও এম.জুনেদ আহমদ।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাফি মাহমুদ, সহ-সভাপতি নিলয় তুষার, দীপ্ত দেব, মোঃ শাকিল মিয়া, মোজাম্মিল হক ও ত্বন্নি হক, যুগ্মসাধারন সম্পাদক সাখায়াত তায়েম, শাহরিয়ার রশীদ রনী ও সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান সাগর।
এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিত দেব, তাজিম হাসান, নিশাদ আহমেদ, মুনতাকিম ফাহিম, ফয়ছল আহমদ, নাহিদ, শান্ত, শরীফুল, আমির ও তারেক আহমদসহ প্রমুখ। এদিকে, বনভোজনে অংশগ্রহকারী পথশিশুর জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।