কমলগঞ্জ প্রতিনিধি:
শীত মৌসুম এসে গেছে। শীত মৌসুমে সমাজের গরীব, দুস্থ ও ছিন্নমূল মানুষেরা সবচেয়ে বেশি কষ্ট পায়। আনাচে কানাচে, উড়ালসেতুর নিচে, ফুটপাতের ওপর অসংখ্য অসহায় মানুষ পরস্পরের উত্তাপ নিয়ে জড়াজড়ি করে নিশিযাপন করে। একটি গরম কাপড়ের অভাবে শীত তাদের বর্ণনাতীত দূর্যোগ বয়ে নিয়ে আসে। শীতের কামড় থেকে এই ভাগ্যহত ‘মনুষ্যশরীরগুলোকে’ রক্ষা করার জন্য গরম কাপড় ও নৈশ আশ্রয়ের ব্যবস্থা থাকা উচিত ছিল। যেহেতু সরকারিভাবে সেই ব্যবস্থা নেই, সেহেতু অনিবার্যভাবে খোলা আকাশকে চাঁদোয়া বানিয়ে গরিব মানুষ রাত্রিযাপন করবে।
তবে সমাজের এসব অবহেলিত মানুষের কথাভেবে কমলগঞ্জ উপজেলার একটি সামাজিক সংগঠনের মাধ্যমে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’। সদ্য রং করা হয়েছে দেয়ালে। সেখানে বড় করে লেখা ‘মানবতার দেয়াল’। রঙিন দেয়ালের হ্যাঙ্গারে ঝোলানো প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়সহ বিভিন্ন ধরনের পরিদান। দেয়ালের একপাশে লেখা- ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান’। অপর পাশে লেখা- ‘আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান’। সদ্য তৈরি এ দেয়াল দেখে কেউ কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত দুয়েকটি কাপড় এখানে রেখে যান। আবার যাদের প্রয়োজন তারা সেখান থেকে একটি-দুটি কাপড় নিয়ে যাচ্ছেন। এমন অভিনব উদ্যোগের নাম ‘মানবতার দেয়াল’।
দেশের বিভিন্ন জায়গার মতো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আত্মমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘স্বপ্ন ফেরিওয়ালা’ কমলগঞ্জ’র উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে স্থাপন করেছে ‘মানবতার দেয়াল’। কমলগঞ্জের উপজেলা চৌমুনীতে এ দেয়ালটি স্থাপন করা হয়েছে। মানবতার দেয়ালের কাছে গেলে দেখা যায়, অনেকগুলো কাপড় সেখানে ঝুলানো রয়েছে। নিচে রয়েছে আরো অনেক কাপড়-চোপর। এ সময় দেখা যায় কয়েকজন শীতার্ত মানুষ সেখান থেকে তাদের প্রয়োজনীয় কাপড় সংগ্রহের চেষ্টা করছিলেন।
কাপড় সংগ্রহকারী রিক্সাচালক জব্বার মিয়ার সাথে কথা বললে তিনি জানান, ‘আমরা দিনদু:খি মানুষ শীত আইলে অনেক কষ্ট করি থাকা লাগে। রিক্সা চালাইয়া যে টেকা পাই,মালিক ভাড়া দিয়া যে টেকা থাকে তা দিয়া কোনোমতে সংসার চালাইলাই। ৬ জনের সংসারও আমি একলা রোজকারী। ৪ পুরী (মেয়ে) স্কুলে পড়ে তাদের পড়ালেকার পয়সাও জোগানী লাগে। শীতও ভালা গরম কাপড় কিনতাম পারি না। মাইষে কইল ওউ ওয়াল থাকি টেকা ছাড়া কাপড় নেয়া যায়। কাপড় দেখিয়া ২টা কাপড় আমি অন থাকি লইছি একটা আমার লাগি,আর একটা আমার ছোট পুরীর(মেয়ের) লাগি। যে মানুষগুনতে আমরার লাখান মানুষর লাগি কাপড়র এ ব্যবস্থা করছইন তারারে উপরআলায় দোয়া করবা।’
‘মানবতার দেয়াল’ সম্পর্কে জানতে চাইলে স্বপ্ন ফেরিওয়ালা’র সভাপতি শাহিনুর রহমান দিপু জানান, সমাজের বিত্তবান সচ্ছল মানুষের প্রতি মানবিক আবেদন জানিয়ে তিনি বলেন, সমাজের হতদরিদ্র অবহেলিত মানুষের জন্য কিছু করতেই সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি সমাজের বৃত্তবান মানুষেরা তাদের অব্যবহৃত জামাকাপড় এ সব দেয়ালে রেখে যাবেন। স্বপ্ন ফেরিওয়ালা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সজীব দেবরায় বলেন, সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে আমাদের দাঁড়ানো কর্তব্য। এই আলোকেই আমরা উপজেলার বিভিন্ন জায়গায় ‘মানবতার দেয়াল’ স্থাপনের উদ্যোগ নিয়েছি। স্বপ্ন ফেরিওয়ালা’র সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমেদ তুহিন বলেন, মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য অনেক পোশাক আমাদের ঘরে অকারণে এবং অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এই পোশাকগুলো যদি এখানে জমা দেয়া হয় তাহলে শীতার্ত মানুষ উপকৃত হতে পারে। আমরা উপজেলা চৌমুনাতে একটা দেয়াল স্থাপন করেছি, কয়েকদিনের মধ্যে উপজেলার আরো কয়েকটি জায়গায় আমরা এসব দেয়াল স্থাপনের উদ্যোগ নিয়েছি।
কমলগঞ্জে ‘মানবতার দেয়াল’ স্থাপন
