কমলগঞ্জ প্রতিনিধি:
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনে( কমলগঞ্জ-শ্রীমঙ্গল) শনিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কুশালপুর গ্রামে নিজ বাড়িতে বিএনপি প্রার্থী হাজী মুজিব কমলগঞ্জে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন।
জামাল হোসেনের সঞ্চালনায় শুরুতেই বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. দুরুদ আহমদ। এর পর বিএনপিসহ ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও প্রশাসন দ্বারা নানাভাবে নির্যাতিত হয়েছেন। রাজধানী ঢাকা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানায় তার উপর ৭৬টি মামলা দায়ের করা হয়। এর মাঝে কিছু মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বাকীগুলিতে তিনি জামিনে আছেন। তিনি টানা ১৯ বছর ধরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মানুষের সেবায় কাজ করেছেন। গত ২০১৪ সালের নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় গত ১০ বছর ধরে এ এলাকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেও পারেনি। এবার একাদশ সংসদ নির্বাচনে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই বেশী বলে মাঠ পর্যায়ের তথ্য নিয়ে তিনি জেনেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যতই প্রতিবন্ধকতা, প্রতিকুলতা ও নির্যাতন হোক তার পরও তিনি নির্বাচনের মাঠে থাকেবন। এতিমধ্যেই নানাভাবে মাঠে তার নেতা কর্মীদের হুমকি প্রদর্শণ করা হচ্ছে। তিনি কোন বর্ধিত সভাও করতে পারছেন না। পুলিশের পক্ষ থেকে তাকে নানাভাবে বাঁধা প্রদান করা হচ্ছে। এজন্য তিনি দলীয় হাই কমান্ডের মাধ্যমে শ্রীমঙ্গল মো. নজরুল ইসালাম, কমলগঞ্জ থানার এ এসআই আব্দুল হামিদসহ ২জন এ্এসআইকে প্রত্যাহারের আবেদন করেছেন বলেও জানান। তিনি আরও বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে তার নির্বাচনী প্রচারনায় প্রশাসনসহ আওয়ামী প্রতিবন্ধকতা, প্রতিকুলতা ও জুলম শুরু হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, তারা যেন নির্বাচনী মাঠের এসব সমস্যা গণ মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আবুল হোসেন ও মহিউদ্দীনও উপস্থিত ছিলেন।
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
