রাজনগর প্রতিনিধি:
“আপনাদের অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান”। মানুষ মানুষের জন্য, যুব সমাজ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তেমনি একটি মানবিক কাজের শুভ সূচনা করেছে মৌলভীবাজারের রাজনগরের সামাজিক সংগঠন ‘রক্তসেবা’।
রাজনগর উপজেলা রক্তসেবা সংস্থার উদ্যোগে মানবতার দেয়ালের শুভ সূচনা করা হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনের একটি দেয়ালে রক্তসেবা সংগঠনের সদস্যরা এর সূচনা করেন। তরুনদের মহতি কাজে সাড়া দিয়ে মানবতার দেয়ালের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শহীদ বকস, রক্তসেবা সংগঠনের শেখ তোফায়েল আহমদ রুকন, শেখ রেহান উদ্দিন জুবেল, রবিউল ইসলাম রবিন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান রাজু সহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ। উপস্থিত সবাই এই মহতি কাজ কে স্বাগতম জানিয়ে বলেন, রক্তসেবার মতো রাজনগরের বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের মহতি কাজে অংশগ্রহন করবে আমাদের বিশ^াস ।