কুলাউড়া প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে এখনও আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থীকে নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আবদুল মতিন এমপি। তিনি এ আসেনর বর্তমান সাংসদ ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আব্দুল মতিন এখনো নৌকা প্রতিক পাওয়ার আশাবাদী। গণমাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে আবদুল মতিন উল্লেখ করেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া আসনে যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে এখনও কোনো প্রার্থী চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি, তাই আমি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী। আমি সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমি ছাড়া যদি অন্য কাউকে নৌকা প্রতিক বরাদ্দ দেয়া হয়, তাহলে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় বিজয়ী হওয়া এবং জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে দেশকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো।’
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা আবদুল মতিন- ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুল মতিন বলেন, ‘আমার সময়কালে কুলাউড়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, নদী-খাল খননসহ অনেক উন্নয়ন হয়েছে। আর উন্নয়নের সব অবদানই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। আমি উনার একজন সামান্য প্রতিনিধি মাত্র। জনপ্রতিনিধি হিসেবে আমি কুলাউড়াবাসীর কাছে চিরকৃতজ্ঞ। মানুষের আন্তরিক ভালোবাসায় আমি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে এমপি নির্বাচিত হয়েছি। এটা আমার পরম পাওয়া। যদি আবারও সুযোগ পাই, তাহলে আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাব।’
মনোনয়ন প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করতে চান এমপি মতিন
