কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের মহাজোট প্রার্থী, নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার চেয়ারম্যান এমএম শাহীন বুধবার রাতে কুলাউড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আগামী দিনে কুলাউড়ায় যেকোন কর্মকান্ডসহ বড় ধরনের সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সাংবাদিকদের পরামর্শ নেয়া হবে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে এই পেশার মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবো।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত. সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন ও আব্দুল বাছিত বাচ্চু, প্রেসক্লাব কুলাউড়ার বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, খালেদ পারভেজ বখস, ময়নুল হক পবন, ব্শি^জিৎ দাস, এম মছব্বির আলী, মানজুরুল হক, মোক্তাদির হোসেন, কল্যাণ প্রসুন চম্পু, মিন্টু দেশোয়ারা, আলাউদ্দিন কবির, নাজমুল ইসলাম, জসিম চৌধুরী, সাইদুল হাসান শিপন, মো. আব্দুল কুদ্দুছ, এমএ কাইয়ুম, তারেক হাসান, মাহফুজ শাকিল, তাজুল ইসলাম, শাকির আহমদ, নাজমুল বারি সোহেল, সাইফুল ইসলাম, এইচডি রুবেল, আব্দুল করিম বাচ্চু ও রাহেলা সিদ্দিকা প্রমুখ।
কুলাউড়ায় গণমাধ্যম কর্মীদের শাহীন সাংবাদিকদের পরামর্শক্রমে কর্মকান্ড পরিচালিত হবে





















