ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার-৩ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেয়া হয় এম নাসের রহমানকে। বিকল্প প্রার্থী হিসেবে ওই আসনে বিএনপি’র মনোনয়ন দেয়া হয়েছে নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসেরকে। উভয় প্রার্থীই পৃথক পৃথক ভাবে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেছেন।
জেলা রিটার্নি অফিসারের কাছে দায়েরকৃত মনোনয়নের সাথে হলফনামা পর্যলোচনা করে দেখা গেছে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের চেয়ে স্ত্রী রেজিনা নাসের এর সম্পদ কয়েক গুন বেশি। একক মালিকানায় ঢাক ও কক্সবাজারে স্ত্রীর নামে একাধিক সম্পদও রয়েছে। স্বামী-স্ত্রীর যৌথ এপার্টমেন্ট আছে ঢাকা গুলশানে। নাসের রহমানের চেয়ে স্ত্রীর কাছে নগদ ৬ গুন বেশি টাকা রয়েছে। নাসেরের চেয়ে স্ত্রীর বাৎসরিক আয়ও কয়েক গুন বেশি।
হলফনামা থেকে আরো জানা যায়, নাসের রহমানের স্ত্রীর ব্যবসা থেকে বাৎসরিক আয় ৮৭ লক্ষ ৪৭ হাজার ১৫৩ টাকা, শেয়ার থেকে ১৭ লক্ষ ৪৯ হাজার ৪৭০ টাকা ও অন্যান্য খাত থেকে ১ লক্ষ ২০৬ টাকা। সবমিলিয়ে তার বাৎসরিক আয় ১ কোটি ৫ লক্ষ ৯৬ হাজার ৮২৯ টাকা। এর বিপরীতে নাসের রহমানের বাৎসরিক আয় উল্লেখ করা হয়েছে ৮২ লক্ষ টাকা। অস্থাবর সম্পদের তালিকায় স্ত্রীর নগদ ৯৩ লক্ষ ১৯ হাজার ৭৫৩ টাকা থাকলেও এর বিপরীতে নাসের রহমানের আছে ১৫ লক্ষ ৮৯ হাজার টাকা। বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতের বিনিয়োগ স্ত্রীর ১ কোটি ১৬ লক্ষ ৮৫০ টাকা বিনিয়োগ থাকলেও এর বিপরীতে নাসের রহমানের কোনো বিনিয়োগ নেই। নাসের রহমানের স্ত্রী রেজিনা গুলশান ক্লাবে অগ্রীম ৫ লক্ষ টাকা রেখেছেন। এদিকে হলফনামায় অস্থাবর সম্পদের মধ্যে নাসের রহমানের স্ত্রীর নামে ঢাকা পূর্বাঞ্চলে ১০ কাটা, ইউনাইটেড সিটিতে ৫ কাটা ও কক্সবাজারে ৩৫ শতক জমি এবং গুলশানে স্বামীর সাথে যৌথ ৩৫০০ বর্গফুটের একটি এপার্টমেন্ট রয়েছে।