কমলগঞ্জ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিভক্ত আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে দলীয় মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ ড. এম এ শহীদ করছেন বর্ধিত সভা। বর্ধিত সভার প্রক্কালে মিছিল করে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন আবেদন করেছিলেন। এ নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগে বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছিল। অবশেষে বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদকে দলীয়ভাবে ষষ্ঠবারের মত মনোনন দেওয়া হয়। দলীয় বিভেদ দূর করে নির্বাচনী বৈতরণী পার হতে বুধবার বিকালে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছলম ইকবাল মিলনের বাসায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন অঅওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, ঊপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী, এম মোসোদেক আহমেদ মানিক, পৌর মেয়র জুয়েল আহমদ, ইফতেকার আহমদ বদরুল প্রমুখ।
সভায় প্রধান আতিথির বক্তব্য রাখেন বর্তমান সাংসদ ও এমপি প্রার্থী উপাধক্ষ্য মোঃ আব্দুস শহীদ। প্রধান অতিথির বক্তব্য আব্দুস শহীদ বলেন, সব বিভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
কমলগঞ্জে আ’লীগের বর্ধিত সভা অনুষ্টিত
