কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের পাহাড়ি এলাকা থেকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৬টায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ। নিহত বৃদ্ধ আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেরাগ আলী (৭০)।
জানা যায়, স্থানীয়ভাবে খবর পেয়ে উপ-পরিদর্শক ফরিদ উদ্দীনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার সন্ধ্যার পর মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ পাহাড়ি এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী চেরাগ আলীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় চেরাগ আলীর ছেলে জয়নাল আবেদিন বাদি হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
Post Views:
0