স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদ হোসেনের ওপর হামলার ঘটনার নিষ্পত্তি হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিষয়টির নিষ্পত্তি হয়। এতে সাংবাদিক ফরহাদ হোসেনের কাছে ক্ষমা চান হামলাকারীরা। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে এজন্য তাদেরকে সতর্কও করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুদ্দোজার উদ্যোগে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আছকির খান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি দাস, মানবজমিনের মৌলভীবাজার প্রতিনিধি মাসুদ আহমদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলসহ রাজনগর প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
রাজনগরে সাংবাদিক নির্যাতনের ঘটনার নিষ্পত্তি
