স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন নির্বাচন কমিশনে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে এবাদুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনের সিলেট বিভাগের নির্ধারিত শাখায় আপিল করেছেন। এসময় তার সাথে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রবিবার (২ ডিসেম্বর) আয়করের কাগজপত্রের মূল কপি না দিয়ে ফটোকপি জমা দেওয়ার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল করা হয়।
এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার প্রতিদিনকে বলেন, আগামী ৭ তারিখ আপিলের শুনানি হবে। খুবই অন্যায়ভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি আশা রাখি আমার পক্ষেই সিদ্ধান্ত হবে।
নির্বাচন কমিশনে আপিল এবাদুর রহমানের
