শ্রীমঙ্গল প্রতিনিধি:
ফিনলে টি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এ কিউ চৌধুরীর, কর্মজীবনের ৫০ বছর পুর্তি উপলক্ষে ফিনলে টি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার রাতে শ্রীমঙ্গলের বালিশিরা ভ্যালি ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিনলের বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপবৃন্দরা। সংবর্ধনা অনুষ্ঠানে এ কিউ আই চৌধুরীর কর্মময় জীবনের বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এ কিউআই চৌধুরী বহুজাতিক কোম্পানী জেমস ফিনলে লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হিসেবে শ্রীমঙ্গলস্থ বালিশিরা চা বাগানে ১৯৬৯ সালে ৩০শে নভেম্বর তারিখে যোগদান করেন।
পরবর্তীতে ১৯৯৩ সালে সিইও হিসেবে চট্টগ্রামস্থ ফিনলে প্রধান কার্যালয়ে নতুন জীবন শুরু করেন, ২০০৭ সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ত প্রাপ্ত হন এবং অদ্যবদী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। তার নেতৃত্বে ফিনলে টি কোম্পানী একটি খ্যাতি সম্পন্ন এবং বৃহৎ টি কোম্পানিতে পরিণত হয়েছে ও জেমস ফিনলে দি প্রেস্টিজিয়াস ব্রিটিশ মনারকি এক্রিডিটেড রিও টিন্টো এ্যাওয়ার্ড পান।
ব্যবসায় এবং বাণিজ্যে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য বৃটিশ রানী কর্তৃক অর্ডার অব বৃটিশ এম্পায়ার ঙইঊ খেতাব পান। ব্যবসায় ও বানিজ্যে স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকারও অনেক বার জনাব চৌধুরীকে ঈড়সসবৎপরধষষু ওসঢ়ড়ৎঃধহঃ চবৎংড়হ (ঈ.ও.চ) সম্মাননা দেন।
চৌধুরী ওবিই এর দীর্ঘ কর্মজীবনে ফিনলে টি এর যাবতীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি চেয়ারম্যান-বাংলাদেশ টি এসোসিয়েশনের, ভাইস প্রেসিডেন্ট-বাংলাদেশ এমপ্লয়ার ফেডারেশন, চেয়ারম্যন-চিটাগাং ক্লাব, চেয়ারম্যান-রয়েল কোম্পানী লিমিটেড, ভাইস প্রেসিডেন্ট-চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড, মেম্বার-ওয়েজ বোর্ড ফর প্লান্টেশন সেক্টর, মেম্বার-বাংলাদেশ টি বোর্ড, রিপ্রেজেন্টেটিব-অন দা ট্রাইপারটাইট লেবার কন্সাল্টিব কমিটি, মিনিস্ট্রি অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ, মেম্বার-কন্সাল্টিব কমিটি চিটাগাং পোর্ট, রিপ্রেজেন্টেটিব অব সাউথ এশিয়ান রিজিয়ন I.L.O in Geneva, Chairman & Director of Eastern Bank Limited, Director International Leasing & Financial Services Limited দায়িত্ব পালন করেন ।
তিনি ট.ঘ এর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রতিনিধিত্ব করেন। চৌধুরী ওবিই স্ত্রী ও দুই পুত্র সহ চটগ্রামস্থ চট্টেশ্বরী রোডে ফিনলে বাংলোতে বসবাস করছেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্যে চৌধুরী ওবিই সবার নিকট সু-স্বাস্থের জন্য দোয়া কামনা করেন, যাতে করে আমৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষকরে বাংলাদেশ চা বাগানের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ভাল কিছু করতে পারেন। পরিশেষে তিনি ফিনলের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
চায়ের সাথে তাঁর ৫০ বছর
