স্টাফ রিপোর্টার:
সজীব ওয়াজেদ জয় পরিষদের মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মতিউর রহমান টিপু ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ইপোনুর রহমান মুন্না গত ১১ নভেম্বর আগামী ১ বছরের জন্য অনুমোদন করেন।
কমিটির সভাপতি হলেন এ.বি রউফ, সহ-সভাপতি নিকেশ দেব, শুভ্রত পাল, মুফলে রহমান পিতু, সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ রণি, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কান্তি দাশ ও মোমিতুর রশিদ অভি, সাংগঠনিক সম্পাদক আল আমীন ইমরান ও জুনেল আহমদ জয়, অর্থ সম্পাদক বাদল সরকার, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম মুন্না, উপ-দপ্তর সম্পাদক আদি দেব নন্টু, প্রচার সম্পাদক মিনাল মিয়া, উপ প্রচার রাব্বি আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক দুলন দে শুভ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সাদেক হোসেন নিলয়, উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল আহমদ, সদস্য লিটন আহমদ, তায়েফ আহমদ ও রায়হান আহমদ রণি। উক্ত কমিটিকে আগামী ২মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
Post Views:
0