স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধূরী ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। মনোনয়ন যাচাই বাছাই শেষে রবিবার জেলা রিটানিং কর্মকর্তা এ আদেশ দেন। প্রার্থীতা ফিরে পেতে দু’জনই আপিল করবেন নির্বাচন কমিশনে।
জানা যায়, আয়করের কাগজপত্রের মূলকপি না দিয়ে ফটোকপি দেওয়ার কারণে কারণে এবাদুর রহমান চৌধূরী ও সমর্থক তালিকা ঠিক না থাকায় মাওলানা আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আপিলের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম।
Post Views:
0