কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ আসনের বুধবার (২৮ নভেম্বর) আড়াইটায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল ২ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে ২ মনোনয়নপত্র জমা করলেন আওয়ামীলীগ মনোনিত ৫ বারের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। বিএনপির মনোনিত হাজী মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে আর তার ছেলে মুঈদ আশিক চিশতী কমলগঞ্জ উপজেলা সহাকারী রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র জমা করলেন। একই সাখে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কাছে গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন অ্যাড. শান্তিপদ ঘোষ। একাদশ সংসদ নির্বাচন বিধিমালা ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ সাতজন সমর্থক নিয়ে কোন প্রকার মিছিল ও শোভাযাত্রা না করে মনোনয়ন জমাদানের নিয়ম থাকলেও বুধবার বেলা ৩টা থেকে মোটরসাইকেল, কার ও মাইক্রোবাসের বড় শোভা যাত্রা করে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা কমলগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালযের সামনে মিছিল করতে থাকে। কিছুক্ষণের মধ্যে দলীয় মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ ড. এম এ শহীদ কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক এলাকায় পৌছলে দলীয় ও প্রতীকের পক্ষে মিছিলে মুখরিত হয়ে যায়। পরে উপাধ্যক্ষ ড. এম এ শহীদ শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার মো. আশেকুল হকের কাছে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন। তার আগে আড়াইটায় এভাবে শোভাযাত্রা করে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. নজরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা করেন উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। উপাধ্যক্ষ ড. এম এ শহীদ বলেন, তিনি কয়েকজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা করেছেন। আর তার সমর্থকরা ও নেতাকর্মীরা নিজ উদ্যোগে এখানে এসেছে। বিকাল সোয়া ৪টায় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের মনোনয়ন পত্র জমা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর তার ছেলে মুঈদ আশিক চিশতী। আর বিকাল ৪টায় মাত্র ৭ জন সমর্থক নিয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে বিএনপির দলীয় মনোনয়ন পত্র জমা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। মনোনয়ন পত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বিএনপি প্রার্থী হাজী মুজিব বলেন, তিনি আচরণ বিধি মেনেই মনোনয়নপত্র জমা করেছেন। নির্বাচনের প্রার্থীদের সমান সুযোগ সুবিধা প্রদানে যেন পুলিশ অহেতুক তার সমর্থক ও নেতা কর্মীদের ধর পাকড় না করে সে দিকে নির্বাচন কমিশনকে দৃষ্টি রাখতে হবে। এদিকে মৌলভীবাজার-৪ আসনে গণ ফোরামের প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা করেছেন অ্যাড. শান্তিপদ ঘোষ।
মৌলভীবাজার-৪ আসন ২উপজেলায় এম এ শহীদঃ ২ উপজেলায় হাজী মুজিব
